মালদ্বীপে উজ্জ্বীবিত বাংলাদেশ ফুটবল দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মালদ্বীপে উজ্জ্বীবিত বাংলাদেশ ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে পুরো দল।
দুই ভাগে ভাগ হয়ে নিজেদের ঝালিয়ে নেন জামাল ভূইয়া-তপু বর্মণরা। এক গ্রুপ অংশ নেন রিকভারি সেশনে। অন্য গ্রুপ রেগুলার প্রস্তুতিতে অংশ নেন। শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর শুরু করে বাংলাদেশ। এরপর শক্তিশালী ভারতকেও রুখে দেয় অস্কার ব্রুজনের দল। উত্তেজনা ছড়ানোর ম্যাচ ড্র হয় ১-১ গোলে। এবার দলের সাফল্য অব্যাহত রাখতে পুরো দলকে উজ্জ্বীবিত রাখার চেষ্টায় বাংলাদেশ কোচ। এদিকে, জ্বর থেকে সেরে উঠেছেন ফরোয়ার্ড রেজাউল করিম। দলের অনুশীলনে ছিলেন তিনি।আগামী বৃহস্পতিবার স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে ২ ম্যাচে এক জয় এক ড্র নিয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ দল।