সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে অ্যাটকো ও কোয়াব

- আপডেট সময় : ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিদেশি চ্যানেলের ক্লিন ফিড চালানো নিয়ে সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে অ্যাটকো ও কোয়াব। বিকেলে যৌথ আলোচনা সভার পর সংবাদ সম্মেলনে একথা জানায় সংগঠন দুটির নেতারা। বিদেশী বিজ্ঞাপন বন্ধে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় উভয় সংগঠনই।
অ্যাটকো জানায়, কোনো রকম নিয়ম নীতি ছাড়াই বিদেশি চ্যানেল গুলো এদেশে তাদের বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছিলো। এতে রাজস্ব হারাচ্ছিলো সরকার। ক্ষতিগ্রস্ত হচ্ছিলো এদেশের টেলিভিশন শিল্প ও এর সাথে সংশ্লিষ্টরা। ক্লিন ফিড চালানো কঠিন ব্যাপার নয় জানিয়ে অ্যাটকোর সভাপতি জানায়, এটির বাস্তবায়ন হলে তা সবার জন্যই ভালো হবে। সংবাদ সম্মেলনে কোয়াব জানায়, তারা বিদেশি বিজ্ঞাপন চালানোর বিপক্ষে। ডিস্ট্রিবিউটর ও ব্রাডকাস্টারদের সাথে আলোচনা হয়েছে তাদের। তারা এটি বাস্তবায়নের জন্য এক থেকে দেড় বছর সময় চেয়েছে। তবে কোয়াবও সরকারের এই সিদ্ধন্তকে স্বাগত জানিয়েছে।