আইপিএলের ২য় পর্বে প্রথম খেললেন সাকিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
অবশেষে আইপিএলের ২য় পর্বে প্রথম খেললেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে একাদশে ঠাই পেয়ে বোলিং-ফিল্ডিংয়ে দারুন করেছেন সাকিব। তার দল কলকাতা নাইট রাইডার্স জিতেছে ৬ উইকেটে।
দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১১৫ রান তোলে হায়দ্রাবাদ। নিজের ৪ ওভার খরচ করেছেন মাত্র ২০ রান, নিয়েছেন ১ উইকেট। ১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুভমান গিলের ৫৭ ও নিতিশ রানার ২৫ রানে সহজ জয় পায় কলকাতা। এছাড়া ১৮ রানে অপরাজিত ছিলেন দিনেশ কার্তিক। ব্যাটিংয়ে নামতে পারেননি সাকিব। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সাকিবের দল। অন্যদিকে৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে হায়দ্রাবাদ। এদিকে, আজ একমাত্র ম্যাচে রাত ৮টায় দিল্লির মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।