সাতক্ষীরায় সবজির বাজার রক্ষার দাবীতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে সবজির বাজার রক্ষার দাবীতে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন পালন করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রসাশনের কতিপয় কর্মকর্তা মোটা টাকার বিনিময়ে সবজির ছাউনি উচ্ছেদ করে অব্যবসায়ীদের ইজারা দেয়ার মাধ্যমে ক্ষুদ্র সবজি ব্যবসায়িদের পেটে লাথি মেরেছেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে কাফনের কাপড় পরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সাঈদ, সমাজ কর্মী মাহবুব এলাহী, আব্দুর রহমান, আক্তার হোসেন, মঙ্গল মন্ডল, রাইসুল ইসলামসহ অনেকে।