ক্লিন ফিডের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে কোয়াব

- আপডেট সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
প্রযুক্তি যুগোপযোগী না হওয়া পর্যন্ত, ক্লিন ফিডের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে ক্যাবল অপারেটর্স এসোসিয়েশন — কোয়াব। বিকেলে মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি এস এম আনোয়ার পারভেজ। তবে বিদেশী চ্যানেলগুলো নিজ নিজ দেশের কোম্পানির বিজ্ঞাপন প্রচার করে বাংলাদেশের সরকারকে বছরে অন্তত ৩০ হাজার কোটি টাকার কর ফাঁকি দেয়ার বিষয়ে কোনো সুরাহা হয়নি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি চ্যানেল বন্ধ করা নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। কর দিতে না পারায় তাদের এদেশীয় এজেন্টরাই সম্প্রচার বন্ধ রেখেছে। শনিবার আলাদা দুটি অনুষ্ঠানে একথা বলেন তারা।
শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ক্যাবল অপারেটরস এসোসিয়েশন – – কোয়াব। এসময় সংগঠনের সভাপতি এস এম আনোয়ার পারভেজ দাবি করেন, প্রযুক্তি পরোপুরি যুগোপযোগী না হওয়া পর্যন্ত, ক্লিন ফিটের সিদ্ধান্ত বাতিল করতে হবে। পাশাপাশি দেশে অবৈধ আইপি টিভিগুলো বন্ধ করার আহবান জানান তিনি।
এদিকে, সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আইন অনুযায়ী বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিড দিচ্ছে না। তাদের দেশীয় এজেন্টরাই সেগুলোর সম্প্রচার বন্ধ রেখেছে।
বিজ্ঞাপণমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচার না করায়, এই খাতে প্রতি বছর অন্তত দু’হাজার কোটি টাকার বিনিয়োগ থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।