সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার পর ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:২৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকা পর এবার ভারতকে হারাতে মরিয়া বাংলাদেশ। সে অনুযায়ী পরিকল্পনা করছে দল জানিয়েছে দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
ভারত ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন ফুটবলাররাও। ভারত ম্যাচের আগে মালদ্বীপে আজ অনুশীলন করেছেন পুরো দল। মালের আর্টিফিশিয়াল গ্রাউন্ডে প্রায় দেড় ঘন্টা নিজেদের ঝালিয়ে নেন জামাল ভূইয়ারা। অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার সোহেল রানা। জ্বরে আক্রান্ত হওয়ায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেলা হয়নি তার। তবে, ভারতের বিপক্ষে শুরুর একাদশে দেখা যাবে তাকে। প্রথম ম্যাচে ১-০ গোলে সাফের ১৩তম আসর শুরু করেছে বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ব্রুজনের দল।