এইচপি দলের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ এ দল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
 - / ১৬০৭ বার পড়া হয়েছে
 
এক ম্যাচ হাতে রেখে এইচপি দলের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ এ দল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৪ রানে জিতেছে মুমিনুল হকের দল।
চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ এ দল। ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন মুমিনুল হক সাদমান ইসলাম। ২৭ রানে আউট মুমিনুল আর ৪৭ রানে ফিরেছেন সাদমান। মাঝে ৩৭ রান করে দলের হাল ধরেন ইমরুল কায়েস। তবে, ব্যর্থ মোহম্মদ মিথুন। শেষের দিকে ইয়াসির আলী ও মোসাদ্দেকের সমান ২০ রানে ৯ উইকেটে ২২২ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল। জবাবে বৃষ্টির বাধা এইচপি দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১৯৪ রানের। লক্ষ্য তারা করতে নেমে ৯৩ রানে অধিনায়ক তৌহিদ হৃদয় আশা জাগালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি এইচপি দল। ৮ উইকেটে ১৮৯ রানে থামে এইচপি দলের ইনিংস। সোমবার সিরিজের চতুর্থ ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।
																			
																		













