জাহাজ ভাঙ্গা শিল্পকে ঝুঁকিমুক্ত করলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
জাহাজ ভাঙ্গা শিল্পকে ঝুঁকিমুক্ত করলে বিশ্ববাজারে দেশের ভাবমুর্তি উজ্জল হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এ ব্যাপারে মালিক ও শ্রমিকদের এগিয়ে আশার আহবান জানিয়েছে পরিবেশ অধিদফতর ও কারখানা পরিদর্শন অধিদফতর।
চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ড এসোসিয়েশন অফিসের অডিটোরিয়ামে উদ্যোক্তা ও কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন তারা। তারা আরো বলেন, তৈরি পোষাকের পর অর্থনৈতিকভাবে সবচেয়ে সম্ভাবনাময় এই খাতটির আধুনিকায়ন জরুরি। সম্প্রতি বেশ কিছু মালিক এগিয়ে এসেছে। তবে, এখনও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না অনেকে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএসবিআরএ’র সভাপতি আবু তাহের, পরিবেশ অধিদফতরের পরিচালক মফিজুল আলম ও কারখানা পরিদর্শন অধিদফতরের ডিআইজি আব্দুল্ললাহ আল সাকিব উপস্থিত ছিলেন।






















