মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন বলেই কিছু স্বার্থান্বেষী মহল রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন বলেই কিছু স্বার্থান্বেষী মহল রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। গণমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে জানান, হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া, মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রও। কক্সবাজারের শরণার্থী শিবিরে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যান্থনি ব্লিনকেন।