রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিথিল করেছে শিক্ষার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনির আশ্বাসে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শিথিল করেছে শিক্ষার্থীরা। প্রসাশনিক ভবনের তালা খুলে দিয়েছে শিক্ষার্থীরা।
আন্দোলন কমিটির মুখপাত্র শামিম আহমেদের সাথে দুপুরে শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি ফোনে কথা বলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দেন মন্ত্রী। এরপর প্রশাসনিক ভবনের ভেতর অবরুদ্ধ করে রাখা উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তাদের মুক্ত করা হয়। তবে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছে, আন্দোলনকারীরা।