জনবল সংকটে ভুগছে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল

- আপডেট সময় : ০১:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৭৮০ বার পড়া হয়েছে
জনবল সংকটে ভুগছে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল। ফলে প্রত্যাশিত সেবা বঞ্চিত জেলার ৯ উপজেলার বাসিন্দারা। সেবার মান বাড়াতে জনবল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা বাসীর সেবার জন্য গড়ে তোলা হয় ৫০ শয্যার হাসপাতাল। বর্তমানে হাসপাতালটি রূপ নিয়েছে ১০০ শয্যায়। কিন্তু এখনো ৫০ শয্যার জনবলেই চলছে হাসপাতালটি। ৫০ শয্যার জনবলের মাঝেও নেই ৩৩জন। ফলে একদিকে প্রত্যাশিত সেবা না পাবার অভিযোগ যেমন করছেন সেবা গ্রহিতারা, তেমনি দ্রুত জনবল নিয়োগের দাবীও জানিয়েছেন তারা।
জনবল সংকটে অল্প জনবলে মানসম্মত সেবা নিশ্চিত সম্ভব নয় উল্লেখ করে উর্ধ¦তন কর্তৃপক্ষের নিকট জনবল চেয়ে চিঠি পাঠানোর কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ
তিনি বলেন ৫০ শয্যার হাসপাতালেই চিকিৎসকসহ খালি ৩৩ পদ। বাকী ৫০ শয্যার জনবল নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পর্যাপ্ত জনবল চাওয়া হয়েছে । জনবল পেলে সেবার মান ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।