শরতের শুভ্র কাশফুলে ছেয়ে গেছে কুড়িগ্রামের চরাঞ্চল

- আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শরতের শুভ্র কাশফুলে ছেয়ে গেছে কুড়িগ্রামের চরাঞ্চল। অভুতপুর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে কুড়িগ্রামের নদ-নদী তীরে জেগে ওঠা চরাঞ্চলে। এই অপার সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের পর্যটনের খোরাক মেটানোর পাশাপাশি হয়ে উঠেছে চরবাসীর জীবিকার উৎস।
বিকেলের স্নিগ্ধ বাতাস। নীল আকাশে খন্ড খন্ড সাদা মেঘ। ধুধু বালু চরে সাদা কাশফুলের বিছানা। এ যেন প্রকৃতির এক অপরুপ লীলা। দূর থেকে দেখলে যে কারো মন ছুটে যাবে সুন্দরের কাছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকার সাড়ে চার শতাধিক চরাঞ্চলে দেখা মেলে এমন দৃশ্যের। এই দৃশ্য উপভোগ করতে ছুটে আসছে দূর-দূরান্তের মানুষ।
ক্ষণিকের জন্য শহুরে কোলাহল ছেড়ে নদী, বালুচর, সাদা মেঘ, কাশফুলের এ মিতালী দেখে অভিভুত প্রকৃতিপ্রেমিরা। বিনা যত্নে গজিয়ে ওঠা এ কাশবনের খড়েরও চাহিদা রয়েছে। এ থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে চরের মানুষ।
কাঁচা কাশগাছ গরুর খাবার। পাকা কাশের খড় দিয়ে হয় ঘরের ছাউনি। এছাড়া, এর নানা ওষুধি গুণের কথাও জানান উদ্ভিদবিদ্যা বিভাগের এ শিক্ষক। অবসরে ঘুরে বেড়াতে শেষ বিকেলের আলোয়, অনেকেই আসছেন কুড়িগ্রামের চরাঞ্চলের কাশবনের শ্বেতশুদ্ধ প্রকৃতির সান্নিধ্যে।