নারী শিক্ষক বা শিক্ষার্থী কাবুল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
কাবুল বিশ্ববিদ্যালয়ে কোনো নারী শিক্ষক বা শিক্ষার্থী প্রবেশ করতে পারবেন না। এক টুইট বার্তায় নতুন চ্যান্সেলর মোহাম্মদ আশরাফ ঘাইরাত এ কথা জানান। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা দখলের পর তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সবার জন্য প্রকৃত ইসলামিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা কাজের অনুমতি দেয়া হবে না। ইসলামই প্রথম অগ্রাধিকার। এর আগে তালেবানের নতুন সরকার ঘোষণা দিয়েছিল, নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবে, তবে একে অপরের কাছ থেকে আলাদা থাকতে হবে এবং নারীদের মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক।



















