ঝিনাইদহে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
‘জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে সকালে একটি রেলী বের করা হয়। রেলীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রাণী সম্পদ বিভাগের অফিসে গিয়ে শেষ হয়। পরে অফিস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আনন্দ কুমার অধিকারীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, জলাতঙ্ক ভাইরাস বহণকারী প্রাণী থেকে আঁচড় বা কামড়ানোয় আক্রান্ত হলে গুড়, থালা, পানিপড়ার নামে অপচিকিৎসা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান।

















