লাভজনক হওয়ায় চুয়াডাঙ্গায় জনপ্রিয় হচ্ছে গ্রীষ্মকালীন শিম চাষ

- আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বাণিজ্যিক ভাবে গ্রীষ্মকালিন শিম চাষ বৃদ্ধি পাচ্ছে।লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে এ শীম চাষ। ইতিমধ্যে ফুল আর শীমে ভরে গেছে মাঁচা। শীম সবজি হিসাবে খেতে সুস্বাদু। ক্রেতা-বিক্রেতাদের কাছে রয়েছে চাহিদা।
দিনদিন চুয়াডাঙ্গায় গ্রীস্মকালিন শিম চাষ বৃদ্ধি পাচ্ছে । চলতি মৌসুমে সাড়ে ৯শ’ হেক্টর জমিতে গ্রীষ্মকালিন অটো জাতের শিম চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার ১শ’ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। প্রতি বিঘা জমিতে শীম চাষে কৃষকদের খরচ হয় ৩০/৪০ হাজার টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি শীম পাইকারি বিক্রি হচ্ছে ১১০-১২৫ টাকা দরে। এতে খরচ বাদে প্রতি বিঘা জমিতে লাভ হচ্ছে ৬৫-৭০ হাজার টাকা।
অসময়ের গ্রীষ্মকালিন শিম চাষ অত্যান্ত লাভজনক চাষ। তবে এ সময়ের চাষ করতে গেলে রোগ বালাই দেখা দেয়। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
এ মৌসুমে সাড়ে ৯শ’ হেক্টর জমি থেকে প্রায় ১১ হাজার ৪শ’ মেট্রিক টন শিম উৎপাদন হবে।