আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আগামী ৮ অক্টোবর থেকে তৃতীয় দফায় দলের গুলশান কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি’র হাই কমান্ড। দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।গতকাল দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তও তুলে ধরা হয়েছে। সাত বছরে মাতারবাড়ী কয়লা বিদ্যুত কেন্দ্রের কাজের তেমন অগ্রগতি না হওয়ায় প্রকল্প ব্যয় বেড়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি।সবার অংশগ্রহনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে আগামী ৮ অক্টোবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয় এ বিবৃতিতে।











