গাজীপুরে কোনাবাড়ি থেকে কাশিমপুর সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত
- আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
গাজীপুরে বিসিক নগরীর কোনাবাড়ি থেকে কাশিমপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। শিল্প অধ্যুশিত মহানগরের ব্যস্ততম সড়কটিতে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছে কারখানার কয়েক লাখ শ্রমিক। বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহনসহ বিভিন্ন যানবাহন। তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কথা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
সড়কের কোথাও ভাংচুরা, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দে জমে আছে পানি, তৈরি হয়েছে কাঁদা আর দুর্গন্ধ। গাজীপুর মহানগরের কোনাবাড়ি-কাশিমপুর সড়কের ৫ কিলোমিটার এলাকাজুড়ে এমন বেহাল দশা কয়েক বছর ধরেই। কোনাবাড়ি ও কাশিমপুর শিল্প কারখানার কয়েক লাখ শ্রমিকসহ বিভিন্ন অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র পথ এটি। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্প ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ চলমান থাকায় বিভিন্ন যান চলাচল করে এ সড়কে। সড়কটি সংস্কারের অভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে সকল শ্রেণীর মানুষের পাশা-পাশি বিভিন্ন শিল্প পন্য পরিবহনে।
সড়কটির বেহাল দশার কারনে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা সেবা প্রার্থী ও ব্যবসায়ীরা।
তবে সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কথা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
তবে বিষয়টি স্বীকার সিটি মেয়র জানান, জনসচেতনতার অভাবেই রাস্তাটির এমন দশা।
শুধু আশ্বাস নয় , জনদুর্ভোগ কমাতে এবং মহানগরের নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য দ্রুত সড়কটি সংস্কার হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।