গ্রাহক নিঃস্ব হওয়ার পর সরকার ব্যবস্থা নিচ্ছে : হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ডেসটিনি, ই-অরেঞ্জ, ইভ্যালি ও এহসান গ্রুপের মতো প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে গ্রাহক নিঃস্ব হওয়ার পর সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট।
সোমবার অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধ চেয়ে রিটের শুনানিতে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক বলেন, সরকার যে ব্যবস্থা নিচ্ছে না, তা কিন্তু নয়। এহসান গ্রুপের এমডিকে গ্রেফতার করা হয়েছে, ই-ভ্যালির সিইও এবং চেয়ারম্যানকেও গ্রেফতার করা হয়েছে। আদালত বলেন, এদেশের মানুষের মৌলিক অধিকার, তাদের আইনের শাসন‑ সব কিছুই সুপ্রতিষ্ঠিত করা সরকারের দায়িত্ব। সেখানে সরকার ঠিকমতো কাজ করছে কিনা আদালত তা দেখবে। পরে মামলাটি শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করে হাইকোর্ট।