বিএনপি নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে: কাদের

- আপডেট সময় : ০৮:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিএনপি নতুন কৌশলে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি।
রাজনীতি ও সমাময়িক বিষয়ে রোববার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, জাতীয় স্বার্থেই ভার্চুয়ালি যুক্ত না হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরাসরি যোগ দিচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই বিএনপি এখন সিরিজ বৈঠক করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পদক।
এদিকে দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে শহরের সার্কিট হাউজে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা।
আগামী জাতীয় নির্বাচনে দলের দুঃসময়ের নেতাদেরই মূল্যায়ন করা হবে বলেও জানান আওয়ামী লীগের এই মুখপাত্র।