সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং সুবিধা ভোগীদের আ’লীগে জায়গা হবে না : তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সন্ত্রাসীকর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা দলের নাম ভাঙ্গিয়ে সুবিধা ভোগ নিতে চায় তাদের আওয়ামী লীগে কোন জায়গা হবে না’ বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগে ভাল মানুষদের জন্য দরজা খোলা থাকবেও জানান মন্ত্রী। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী শহরতলীর রাধাকৃষ্ণপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন ।