ফ্রেঞ্চ লিগে আবারও তুলকালাম কাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগে আবারও তুলকালাম কাণ্ড। দর্শকদের উৎপাতে সাক্ষী হলো লিলে ডার্বি। তাতে ম্যাচ বন্ধ রাখতে হয়েছে ৯০ মিনিট। শনিবার লিলের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি লেঁস।
ফরাসি গণমাধ্যম বলছে, প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিক লেঁসের সমর্থকরা আজবাজে কথা বললে একসময় সফরকারী লিলের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়ে। তারা পাল্টা জবাব দিলেই বাঁধে হট্টগোল। বাকবিতণ্ডার একপর্যায়ে লেঁসের সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসেন। বিপরীতে মাঠে পাল্টা জবাব দেন সফরকারী সমর্থকরাও। পরে পুলিশ আর নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতিটি নিয়ন্ত্রণে আসে। নানা নাটকীয়তার পর মাঠে গড়ায় খেলা। উত্তেজনাকর ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস।এদিকে, এই ঘটনার রেস ধরে আগামী মাসের মার্শেই ডার্বি এখন শঙ্কায় পড়েছে।





















