জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্থানীয় সময় সন্ধ্যা ছ’টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২০ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষ্যে ইউএন গার্ডেনে একটি বেঞ্চ উৎসর্গ করবেন বঙ্গবন্ধু কন্যা। একই দিন বিকেলে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজনে বিজনেস গোলটেবিল অনুষ্ঠানেও যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।