নোয়াখালীতে জাতীয় পার্টির কোনো নেতাকে আহত করা হয়নি : কাদের মির্জা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে জাতীয় পার্টির কোনো নেতাকে আহত করা হয়নি বলে দাবি করেছেন, বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা। জাতীয় সংসদে দাঁড়িয়ে মশিউর রহমান রাঙ্গা মিথ্যাচার ও অপরাজনীতি করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এসময় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আগামী সাত দিনের মধ্যে কোম্পানীগঞ্জের সব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইষ্কান্দার হায়দার চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনসহ আরো অনেকে।






















