পটুয়াখালীর সাথে বাউফল ও দশমিনা যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা
- আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলা সদরের সাথে বাউফল ও দশমিনা উপজেলায় যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি এখন খানাখন্দে বেহাল দশা। সড়কে গাছের ডালপালায় ভাঙ্গা অংশ ঢেকে হাঁটাচলা করতে হচ্ছে স্থানীয়দের। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার করলেও নিন্মমাণের কাজের কারণে এর সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। তবে দ্রুত সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের উপযোগী করার কথা জানান এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী।
পটুয়াখালী জেলা হেড কোয়াটার থেকে লোহালিয়া খেয়াঘাট ভায়া কাশিপুর বাউফল ও দশমিনা উপজেলায় সহজেই যাতায়ত করা যায়। এ কারণে এই সড়কটি স্থানীয়দের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে সম্প্রতি এই সড়কের কাশিপুর থেকে মিলঘর পর্যন্ত সড়কের ৭ থেকে ৮ টি পয়েন্টে বড় বড় গর্ত এবং খানা খন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে কাঁদার থাকায় পুরো সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।
সড়কটি সংস্কার করতে দফায় দফায় এলজিইডি সহ উপজেলা পরিষদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কোন ফল না পেয়ে স্থানীয়রা চাঁদা তুলে সড়কের কিছু এলাকা সংস্কার করেছেন। তবে এর সুফল স্থায়ী হয়নি।
জরুরী রক্ষণাবেক্ষণের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। এ ছাড়া চলতি অর্থ বছরে ৭ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করতে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই নির্বাহী প্রকৌশলী।
দ্রুত দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
























