শিবচরে আপন চাচির ঘর থেকে আড়াই বছরের শিশুর মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে আপন চাচির ঘর থেকে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, গত বুধবার শিশু কুতুবউদ্দিন নিখোঁজ হয়। শিশুটির বাবা ইউনুস বেপারি বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের একটি দল শিশুটির চাচি নার্গিস বেগম ও চাচাতো বোন হাফসাকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু কুতুবউদ্দিনকে হত্যার কথা স্বীকার করে তারা। হত্যার পর ঘরে ভেতরে থাকা টয়লেটের পাশে মেঝে কেটে গর্ত করে সেখানে শিশুটিকে পুঁতে রাখা হয়। বৃহস্পতিবার গভীর রাতে গর্ত খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নার্গিস বেগম জানিয়েছেন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য থাকার কারণেই ভাতিজা কুতুব উদ্দিনকে হত্যা করেছেন।