অ্যাসাইনমেন্টের সঙ্গে স্কুলের বেতন বা অন্যান্য ফি’র কোনো সম্পর্ক নেই:শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অ্যাসাইনমেন্টের সঙ্গে স্কুলের বেতন বা অন্যান্য ফি’র কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সাথে অ্যাসাইনমেন্ট আটকে বেতনের টাকা আদায় না করতে স্কুলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে মন্ত্রী একথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, যাদের আর্থিক অবস্থা অনেক খারাপ, তারা প্রতিষ্ঠানের সাথে কথা বলতে পারে। বেতন কমিয়ে নেয়ার বা মওকুফ করার কথাও আলোচনা করতে পারেন। অন্যদের যতটুকু সম্ভব বা যতটা সামর্থ্য আছে তারা যেন বেতন পরিশোধ করে দেয় প্রতিষ্ঠানকে। অন্যথায় প্রতিষ্ঠান শিক্ষক, কর্মচারীদের বেতন দিতে পারবে না। সেক্ষেত্রে স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে। স্কুল কলেজ বন্ধ হয়ে গেলে তখন শিক্ষার্থীরা অনেক বড় বিপদে পড়বে। বাবা-মায়েদের উচিত স্কুলের বেতন পরিশোধ করে দেয়া।