সৌদি জোট ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ৫০ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ আল বায়দায় সৌদি নেতৃত্বাধীন সেনাবাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের মোট ৫০ জন নিহত হয়েছে।
বুধবার হুতি বিদ্রোহীদের একটি দল আল বায়দায় প্রবেশ করেছিল। সেখানে যৌথ বাহিনীর সেনা সদস্যদের সঙ্গে তাদের সংঘাত হয়েছে এবং সেই সংঘাতে একজন কর্নেলসহ ২০ সেনা সদস্য নিহত হয়েছেন। হুতিদের তরফেও প্রাণহানি হয়েছে। ইয়েমেনের উত্তরাঞ্চল দখলে নেওয়ার পর এবার দেশটির মধ্যাঞ্চলের দখল নিতে তৎপরতা চালাচ্ছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলীয় মারিব শহর, যেটি যৌথ বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং এখন পর্যন্ত হুতিদের দখলে আসেনি, সেই শহরটি নিজেদের দখলে নিতে জোর চেষ্টা চালাচ্ছে তারা।