জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ভাষণে এবার সারা বিশ্বে করোনা ভাইরাসের টিকা বিতরণে সমতা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা ইস্যু অধিক গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ওপর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
কোভিড ইস্যু ছাড়াও জাতিসংঘ অধিবেশনে জলবায়ু ইস্যু নিয়েও আলোচনা হবে, যা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতিসংঘ অধিবেশন চলাকালে পৃথক অনুষ্ঠানে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার আয়োজন করবে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মালদ্বীপের প্রেসিডেন্ট, ভিয়েতনামের প্রেসিডেন্ট ও বার্বাডোজের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফর করবেন।