গ্যাস সংকট নিরসনের দাবি বাংলাদেশে টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
অবিলম্বে গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশে টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশন।
বিকেল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিটিএম’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন। এসময় তিন বলেন, মিলস ফ্যাক্টরিগুলো গেল কয়েক মাস ধরে গ্যাস সংকটে রয়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে মিলগুলোতে স্থাপিত মেশিনারিজের উৎপাদন ক্ষমতা প্রায় ৭০ ভাগ বন্ধ রেখে চালু রয়েছে। বিভিন্ন সময়ে এ পরিস্থিতির সৃষ্টি হলেও এর সমাধান আসেনি। এমনকি সংশ্লিষ্ট মন্ত্রাণালয় ও দপ্তরে একাধিক বার উপস্থাপন করেও ইতিবাচক কোন ফলাফল পাওয়া যায়নি। তিনি আরো বলেন, সঠিকভাবে গ্যাস সরবরাহ না পেলে মিলগুলোর পক্ষে শ্রমিকদের বেতনভাতা, ব্যাংক ঋণের নিয়মিত কিস্তি পরিশোধসহ ইউলিটি বিল মেটানো সম্ভব হবে না। এছাড়াও গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সময়ে এলএনজি সরবরাহের দাবি জানান তিনি।