আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে চমকের অপেক্ষায় তাসকিন আহমেদ

- আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দুঃস্বপ্নের ঘোর কাটানোর মিশনে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে চমকের অপেক্ষায় তাসকিন আহমেদ। ২০১৬ আর ২০১৯ বিশ্বকাপে না খেলার শোককে শক্তিতে রূপ দিতে চান ঢাকা এক্সপ্রেস। পারফর্ম করে বিশ্বকাপে ম্যাচ জিতাতে চান তিনি। ওমান ও আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা না থাকলেও সুযোগ পেলে সেরাটা দেয়ার প্রত্যাশা তাসকিনের।
২০১৯ বিশ্বকাপে সুযোগ না পেয়ে এভাবেই কান্নায় ভেঙ্গে পড়েন তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞায় ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলা হয়নি ঢাকা এক্সপ্রেসের।সময় বদলেছে, বোলিংয়ে ধার বেড়েছে, নির্বাচকদের নজড়ে পড়ে আবারও সুযোগ মিলেছে বিশ্বকাপে।
বিশ্বকাপ প্রমাণের মঞ্চ। ওটিস গিবসনের অধীনে প্রস্তুতি সেরেছেন তাসকিন। যা ঘাটতি আছে তা নিয়েও কাজ করছেন ঢাকা এক্সপ্রেস।ওমান ও আরব আমিরাতে হচ্ছে এবারের বিশ্বকাপ। যেখানে আগে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তাসকিনের। তারপরও সুযোগ আসলে সেরাটা নিংড়ে দিতে চান।
ম্যাশকিন উদযাপন এখনও ভুলেননি বাংলাদেশ সমর্থকরা। এরই মাঝে শরিফুলের সাথে তাসকিনের এই সেলিব্রেশন সাড়া ফেলেছে। যা বিশ্বকাপেও দেখা যেতে পারে।