বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে: হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
নির্বাচন ঠেকানোর নামে দেশে গণ্ডগোল বাঁধিয়ে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাবনা জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠকের আগে মহাসচিবসহ বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে দলের একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দিতা ও শৃঙ্খলা বিরোধী আচরণ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অত্যন্ত সুসংগঠিত, তাই এখানে দলীয় সিদ্ধান্তের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। এসময় শৃঙ্খলাবিরোধী যে কোন বিষয়ে দলের কঠোর অবস্থানের কথাও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।