বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সমিতির একাংশ অভিযোগ করে বলেন, ১২ বছর যাবত অনিয়মের মাধ্যমে সমিতি পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় স্বেচ্ছাচারিতার মাধ্যমে সমিতির কার্যক্রম চলছিল বলেও অভিযোগ তাদের।এ সময় বক্তারা নতুন নেতৃত্বের মাধ্যমে সমতির উন্নয়ন কর্মকাণ্ড চালানোর দাবি জানান। এমভি মানিক শিপিংয়ের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্গো ভেসাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। সভায় দেশের নৌযান পরিবহণের মালিকরা অংশ নেয়।