সিএনজি স্টেশন দিনে ছ’ঘণ্টা বন্ধ করার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
সিএনজি স্টেশন দিনে ছ’ঘণ্টা বন্ধ করার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটছে সরকার। আপাতত বুধবার থেকে কার্যকর হচ্ছে না এই সিদ্ধান্ত। ছ’ঘণ্টার পরিবর্তে দিনে তিন ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি।
সকালে পেট্রোবাংলার সাথে বৈঠকে নিজেদের এই দাবি তুলে ধরেন তারা। এটা কার্যকরে কিছুটা সময়ও চেয়েছেন ব্যবসায়ীরা। পেট্রোবাংলা বলছে, নিজেদের মতামত দ্রুতই জ্বালানি বিভাগকে জানানো হবে। আন্তর্জাতিকভাবে দাম বাড়ার কারণে এলএনজি আমদানি কিছুটা কমিয়েছে সরকার। সে কারণেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহে রেশনিংয়ের উদ্যোগ বলে জানান তারা। এর আগে গতকাল ১৩ সেপ্টেম্বর দুপুরের দিকে হঠাৎ করেই সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।




















