২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার
- আপডেট সময় : ০১:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই শিক্ষাক্রম অনুযায়ী, এসএসসি পরীক্ষার আগে কোনও পাবলিক পরীক্ষা থাকবে না। পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা থাকছে না। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুযায়ী, তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মূল্যায়নে পরীক্ষা পদ্ধতি থাকছে না। বিদ্যমান পঞ্চম এবং অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষাও বাতিল হবে। নবম শ্রেণিতে থাকবে না বিভাগ বিভাজন- বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা। এ বিষয়ে ভিন্ন মন্তব্য শিক্ষার্থী এবং শিক্ষকদের।
করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান খোলা পরপরই দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার ঘোষনা দিয়েছে শিক্ষামন্ত্রনালয়। নতুন এই পদ্ধতিতে আসছে বেশ পরিবর্তন। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হবে এ কারিকুলাম।
সরকারের এ ঘোষনাকে শিক্ষকরা সাধুবাদ জালেও কিছু বিষয়ে তারা ভিন্ন মত পোষন করেন। শিক্ষার্থীরা বলছেন তাদের বেসিক তৈরির জন্য বিভাগ বিভাজন ক্লাস নাইন থেকে রাখাই ভালো ছিলো।
শিক্ষাবিদরা বলছেন, করোনা মহামারির পর এখন শিক্ষার্থিদের শ্রেনীকক্ষে ফেরানোর দিকে নজর দেয়া দরাকার। শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষে ২০২২ সালে শিক্ষাক্রম পাইলটিংয়ের পর ২০২৩ সাল থেকে শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করার কথা বলছে সরকার।




















