মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
মেডিকেল টেকনোলজিস্ট-২০২০ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল টেকনোলজিস্টরা। সকাল ৯টা থেকে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীদের এসময় স্বাস্থ্য ভবনের মূল গেটে ও সিঁড়িতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলন প্রসঙ্গে কমিটির প্রধান সমন্বয়ক উত্তম কুমার গণমাধ্যমকে বলেন, আমাদের ১২০০ মেডিকেল টেকনোলজিস্টের লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।কিন্তু এখনও ফল প্রকাশ করা হচ্ছে না। এর আগে আন্দোলনের পর ৩১ আগস্টের মধ্যে ফল প্রকাশ করার কথা বলা হয়েছিল। কিন্তু এখনও তা প্রকাশ হয়নি। এখন পেছনে ফেরার পথ বন্ধ। দাবি মেনে নিয়ে অবিলম্বে ফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হোক। অন্যথায় মন্ত্রণালয় ঘেরাওয়ের মত কঠোর কর্মসূচি দেয়া হবে।