ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা করে জেলা ক্রীড়া অফিস। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। আয়োজকরা জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন শিক্ষার্থী অংশ নেবে। আগামী এক মাস সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য তরিকুল ইসলাম সাতার প্রশিক্ষণ দেবেন।