খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে নতুন করে মুক্তির আবেদন করতে হবে: আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
স্থায়ী মুক্তির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ভবনে আইন কমিশনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাঁজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফেরার পর তা কার্যকরের সিদ্ধান্ত হবে।






















