আলাদা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় ময়মনসিহ, খুলনা, মুন্সীগঞ্জ, ঝিনাইদহ ও সাভারে ৭ জন নিহত হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাওয়ার পথে নান্দাইল বাসস্ট্যান্ডে- একটি মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে আরো একজন মারা যায়।
খুলনা মহানগরে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হাজরা ও শুভ সাহা নামে দুই আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, সৌরভ ও শুভ গল্লামারী থেকে সোনাডাঙ্গার দিকে যাবার সময় উল্টো পথে স্পিড ব্রেকারের ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। বিকেলে উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মোটর সাইকেল যোগে মহেশপুর ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে আব্দুল্লাহ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো একজন।
সাভারের আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় সাহিদুল ইসলাম রাকিব নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। সকালে কাশিমপুর-নরশিংহপুর সড়কের ইউসুফ মার্কেট এলাকার এ দুর্ঘটনা ঘটে।





















