সারাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

- আপডেট সময় : ০৬:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সারাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানি শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ২১ লাখ লোককে সাক্ষরতা দান করা হবেসহ ৫৫ হাজার ২শ’ নিরক্ষরকে সাক্ষরতার আওতায় আনা হয়েছে যাদের বয়স ১৫-৪৫ বছর।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে প্রতিবছর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয় আসছে এবং ১৯৭২ সালে প্রথম স্বাধীন বাংলাদেশে দিবসটি পালিত হয়।
আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।