সিনহা হত্যা মামলার ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফায় চতুর্থ দিনের ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজেন ভ্যান করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। পিপি ফরিদ বলেন, গত ২৩ থেকে ২৫ আগস্ট প্রথম দফায় সাক্ষ্যের জন্য ৮৩ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালত নোটিশ দিয়েছিলেন। এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলায় আরো ৭৮ জনের সাক্ষ্য নেয়া হবে।