দেশের ৪ জেলায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার, জামালপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গার আঞ্চলিক ৫টি সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। বক্তরা বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়কে সব ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও চুয়াডাঙ্গায় সে নিয়ম মানা হচ্ছে না। প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি বাড়াছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন শ্রমিকরা।
জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
ঝিনাইদহে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সাংবাদিকরা।
সাতক্ষীরার কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়নে ভুমিহীনদের যাতায়াতের পথ বন্ধ করে ওয়াপদার জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।




















