চাঁদপুরে চিকিৎসার অবহেলায় বাসচালকের মৃত্যুতে বাস চলাচল বন্ধ

- আপডেট সময় : ০৮:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯১ বার পড়া হয়েছে
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাসচালক মিজান মোল্লার চিকিৎসায় শ্রমিক ইউনিয়নের অবহেলায় মৃত্যু ও পৌর বাস টার্মিনালের অবকাঠামোগত সমস্যা নিরসনের দাবীতে চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। এসময় তারা বিক্ষোভ ও ভাংচুর চালায়।
৫ সেপ্টেম্বর চাঁদপুর সদরের চাঁদখার বাজার এলাকায় পদ্মা বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক শিশু নিহতসহ আহত হয় বাসের আরও ৫ যাত্রী। গুরুতর আহত হয় বাসের চালক মিজান মোল্লা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় মিজান মারা যায়। তার মৃত্যুপূর্ব কোন সহযোগিতা দেয়নি শ্রমিক ইউনিয়ন বা মালিকপক্ষ। এছাড়াও চাঁদপুর পৌর বাস টার্মিনালে অবকাঠামো সমস্যাসহ পরিবহন নেতাদের পদত্যাগ ও দাবি-দাওয়া আদায়ে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে বাস শ্রমিকরা। এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।