সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করেই বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে : প্রিন্স

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সকল ষড়যন্ত্র ও চক্রান্ত উপেক্ষা করেই বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আহ্বায়ক এম এইচ ইমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মফিজ উদ্দিনসহ অন্যরা। সভায় করোনা রোগীদের চিকিৎসার জন্য ঔষধ ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।