ছাত্র-ছাত্রীদের শিক্ষার ঘাটতি পূরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ছাত্র-ছাত্রীদের শিক্ষার ঘাটতি পূরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
দুপুরে চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। অনলাইন ক্লাস বা দূরশিক্ষণ এবং অ্যাসাইনমেন্টের কোথাও না কোথাও ঘাটতি থাকে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরো বলেন, সরাসরি ক্লাসের মতো ষোলআনা শিক্ষার কোন বিকল্প নেই। এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ, নৌ পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
























