আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হচ্ছেন হাইবাতুল্লাহ আখুন্দজাদাই

- আপডেট সময় : ০৮:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
আফগানিস্তানে সরকার গঠনের আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো সময় আসতে পারে ঘোষণা। শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাই আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হচ্ছেন। বুধবার তালেবান এই তথ্য নিশ্চিত করেছে।
আখুন্দজাদাই হবেন আফগানিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার অধীনে একজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দেশ চালাবেন। তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি জ়ানান, আফগানিস্তানে ইসলামি মডেলের যে সরকার গঠিত হতে যাচ্ছে তা হবে মানুষের জন্য আদর্শ। গত দুই সপ্তাহে সংগঠনটির সর্ব স্তরের নেতাকর্মীদের দেখা মিললেও সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা এখনও পর্দার আড়ালে রয়েছেন। এছাড়াও তালেবানের নতুন সরকারের মন্ত্রিপর্যায়ে কোন নারী নেতৃত্ব থাকবে না । তবে নিম্ন পর্যায়ে থাকবে নারীরা, সংগঠনটির কাতার দপ্তরের রাজনৈতিক শাখার উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই এই তথ্য নিশ্চিত করেন।