কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তা দিবে কাতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কাবুল বিমানবন্দরে ফ্লাইট চালু করতে কারিগরি সহায়তার করার জন্য কাতারের একটি টিম আফগানিস্তানে অবতরণ করেছে। আলোচনা হবে ফ্লাইট ওঠানামার বিষয়ে।
সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সকল সেনা আফগানিস্তান ত্যাগ করার পর কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান।কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে বিমানবন্দরটি সংস্কারের প্রয়োজন। এছাড়া তালেবান বিমানবন্দর চালাতে তুরস্ক ও কাতারের সহায়তা চেয়েছে। কারণ এই মুহূর্তে বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের দক্ষ জনবল নেই।
তালেবানের সহায়তার আহ্বানে সাড়া দিতে কাতারের এই টেকনিক্যাল টিম এখন আফগানিস্তানে অবস্থান করছে। যদিও দুই পক্ষ এখনও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছায়নি। তবে এ বিষয়ে কাতার ও তালেবানের মধ্যে আলোচনা চলমান আছে।