কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

- আপডেট সময় : ০৩:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দুর্নীতি ও অর্থপাচার আইনে দুদকের দায়ের করা মামলায় বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের জামিন বাতিল করেছে হাইকোর্ট। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিন্ম আদালতে আত্মসমর্পনের আদেশ দিয়েছে আদালত। বিচারিক আদালতের যে কোন আদেশ প্রকাশ্যে দেয়ারও নির্দেশদেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে এ রায় দেন। এর আগে গত ২৮ জুন তার জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত গোপনে ১৫ জুলাই পর্যন্ত পার্থ গোপাল বণিকের জামিন মঞ্জুর করেন। এরপর তিনি কারামুক্ত হন। এ বিষয়ে বেসরকারী একটি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। গত ১৯ আগস্ট দুর্নীতি ও অর্থপাচার আইনে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে হাইকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন। একইসঙ্গে এ অভিযোগ থেকে অব্যাহতিও চেয়েছেন তিনি। হাইকোর্টের নির্দেশনার আলোকে লিখিত ব্যাখ্যা দেন বিচারক ইকবাল হোসেন। বিচারকের লিখিত ব্যাখ্যায় বলা হয়, গত বছরের ২ নভেম্বর হাইকোর্ট এক আদেশে পার্থ গোপাল বণিকের মামলার বিচার ছয় মাসের মধ্যে সম্পন্নের জন্য জজ ইকবাল হোসেনকে নির্দেশ দেন। এই আদেশ যথাসময়ে না পৌঁছানোয় ছয় মাসের সময়সীমা অতিক্রম হয়েছে বলে আসামির আইনজীবী বিশেষ আদালতকে জানান।