আফগানিস্তানে আটকে পড়া ছয় বাংলাদেশি প্রকৌশলী মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানে আটকে পড়া ছয় বাংলাদেশি প্রকৌশলী মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। কাতারের রাজধানী দোহা থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা। আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। তাঁদের মধ্যে ১২ জন শনিবার দুই দফায় মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে পৌঁছান।
জাতিসংঘের শরণার্থী সংস্থার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে গত বৃহস্পতিবার ১৫ বাংলাদেশির সাথে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিলা। গত বুধবার দুপুর থেকে তাঁরা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন। কিন্তু বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের পর নিজ নিজ আবাসস্থলে ফিরে যান তারা।