পাঞ্জশিরের টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান

- আপডেট সময় : ০৮:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আফগানিস্তানের প্রদেশ পাঞ্জশিরের টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান । এছাড়া এলাকার ইন্টারনেট লাইনও বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীরা জানিয়েছেন, গত দুই দিন ধরে পাঞ্জশিরের টেলিফোন ও ইন্টারনেট পরিসেবা বন্ধ রয়েছে । এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা । আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশির। কাবুলের মাত্র ৬৫ কিলোমিটার উত্তরপূর্বে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলসহ আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ৩৩টি দখল করে। কিন্তু এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দেয় ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে আছেন গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী ও আফগানিস্তানের প্রয়াত মোজাহিদীন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ। তালেবান আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিলে তারা আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দেয় ।