হোটেল-মোটেল ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ায় পর্যটনে নতুন প্রাণের সঞ্চার
- আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৭৩০ বার পড়া হয়েছে
মহামারি করোনায় দীর্ঘদিন বন্ধ থাকা হোটেল-মোটেল ও বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়ায় পর্যটনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। প্রতিদিনই ভীড় বাড়ছে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে। সেই সাথে নানান আয়োজন সামাল দিতে এখন ব্যস্ত সময় পার করছে হোটেল-মোটেল কর্তৃপক্ষ।
করোনার থাবায় প্রায় দেড় বছর বন্ধ থাকা রংপুর চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্র গুলো খুলে দেয়া হয় ক’দিন আগে। এতে বেশ খুশি বিনোদন প্রেমীরা। দীর্ঘ বিধি-নিষেধের পর বিনোদন কেন্দ্রগুলোতে এখন প্রতিদিন এই ভিড় বাড়ছে বিভিন্ন বয়সের মানুষের।
হোটেল-মোটেলগুলোও খুলে দেয়ায় পর্যটকসহ ভ্রমণপিপাসুরা আসছেন প্রতিদিনই। তাই সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে সরগরম হোটেল-মোটেল গুলো।
নানা আয়োজন সামাল দিতে ব্যস্ত সময় পার করছে হোটেল-মোটেল কর্তৃপক্ষ। করোনা মোকাবিলায় অনুসরণ করা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি।
সেই সাথে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা চান পর্যটন শিল্প সংশ্লিষ্টরা।
পর্যটকদের মান সম্মত সেবার দেয়ার প্রত্যয়ের কথা জানান এই কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা চান পর্যটন শিল্প সংশ্লিষ্টরা।






















